জ্যোতি বসু' নামটি উচ্চারিত হওয়া মাত্র আমাদের মানসপটে, গাম্ভীর্যপূর্ণ বিরল ব্যক্তিত্বের অধিকারী জ্যোতি বসুর সেই প্রতিমূর্তি উদ্ভাসিত হয়ে ওঠে, দীর্ঘকাল মুখ্যমন্ত্রী হিসাবে একটি অঙ্গরাজ্য পরিচালনার অনন্য নজির যিনি স্থাপন করে গিয়েছেন। অথচ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কোনও অংশই মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চেয়ে কম গৌরবোজ্জ্বল ও রোমাঞ্চকর নয়। জ্যোতি বসু কিভাবে জ্যোতি বসু হয়েছেন, কোথায় তাঁর স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য, হাজার কুৎসা ও অপপ্রচারের পরেও জ্যোতি বসু কেন জ্যোতি বসু হিসাবেই রয়ে যান অম্লান-সাধারণ এইসব জিজ্ঞাসাগুলিকে মনে রেখেই বইটির নামকরণ করা হয়েছে 'জ্যোতি বসু কেন জ্যোতি বসু'।