মেঘমালা ভালোবাসতে জানেন, ভালোবাসেন জীবনকে। তাঁর লেখনীর মাধ্যমেই তাই জাত ধর্ম নির্বিশেষে অসম্ভব নিবিড়তায় জড়িয়ে ধরেন তাঁর চারপাশের দেখা না দেখা বাস্তব পরাবাস্তবের মানুষজনকে। শিল্পী হিসেবে তাঁর সেই জীবনদর্শন থেকেই সমাজের নানা শ্রেণির মানুষ তাঁদের সুখ- দুঃখ, হাসি-কান্না, প্রেম-অপ্রেম শোষণ-বঞ্চনা- সমর্পণ-প্রতিবাদ নিয়ে হাজির হয় মেঘমালার ভাবনার আকাশে। উত্তরপূর্ব তথা সারা দেশে আজ মানুষের নাগরিক অধিকার নিয়ে যে রাষ্ট্রীয় অনুসন্ধান, যার সূত্রে ছিন্ন ভিন্ন হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের জীবন, সেই অসংখ্য করুণ কাহিনীর কয়েকটি খন্ড চিত্র নিয়ে ছয়টি গল্পের এই ছোট্ট সংকলন।