আত্মকথন তো নয়, যেন এক অনাবিল আড্ডা যেখানে বিজ্ঞান, সঙ্গীত, খেলাধুলা সব কিছুই চলেছে আনন্দ-রসের সন্ধানে। আর যে সব প্রবাদপ্রতিম মানুষের সংস্পর্শে তিনি এসেছেন- কার্তিক বসু, ভি বালসারা, দেবব্রত বিশ্বাস, শান্তিদেব ঘোষ, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, বন্ধু রজার পেনরোজ, সর্বোপরি বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু- তাঁদের গভীর প্রভাব স্থান পেয়েছে লেখার অগোচরেই। এ গ্রন্থ বহুমুখী প্রতিভার অধিকারী এক বিজ্ঞানতাপসের জীবনের চলমান প্রতিচ্ছবি।