কাঞ্চনফুলের কবি এমন একজন মানুষ বিষয় করে লেখা উপন্যাস, যেখানে সত্য ও ইতিহাসনিষ্ঠ থাকার দায় আছে। সেই মানুষটির নাম জীবনানন্দ দাশ। তিনি এমন গভীর ও প্রভাবসঞ্চারী কবি আর তাঁর সাদাকালো ও রহস্যময় জীবন, সময়ের সঙ্গে সঙ্গে অনুরাগী পাঠক ও গবেষক বারবার তাঁকে আবিষ্কার করে ফিরবেন। জীবনানন্দ দাশ এমন সময়ে কবিতাচর্চায় মগ্ন, যখন রবীন্দ্রনাথ খ্যাতির মধ্যগগনে আর নজরুল তুমুল জনপ্রিয়। ব্যক্তি জীবন ও কাব্যের ভুবন- কোথাও তাঁর দাঁড়াবার জায়গা মেলেনি, খ্যাতির নাগালও নয়। ট্রাম দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর পর, ক্রমশ তিনি বাংলা কবিতার অনিবার্য এক ভরকেন্দ্র হয়ে ওঠেন। কীভাবে? সমকাল ও ইতিহাসকে একসূত্রে গেঁথে কবিতাকে রহস্যঘন, পরিপার্শ্ব-সংলগ্ন ও প্রজ্ঞার আধার করে তোলায় তিনি অসামান্য কবি-প্রতিভা। তাঁর কবিতা আমাদের হৃদয়ে উপশম দেয়, অনুভবের তন্ত্রী অধিকার করে রাখে। 'কাঞ্চনফুলের কবি' এক আশ্চর্য উপন্যাস- একজন কবিকে দেখার আয়না, সময় ও সমকালকে বোঝার গায়ত্রীমন্ত্র। এই উপন্যাস 'দেশ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশের সময়েই বাংলা ভাষাভাষী পাঠকের মধ্যে সাড়া ফেলে। এবার বই আকারে প্রকাশিত হল।