KHOABNAMA
KHOABNAMA
আর বন্ধুদের আর আত্মীয় স্বজনের স্যাঁতসেঁতে দুঃখবেদনাকেই লালন করি তো তাতে হয়তো মধ্যবিত্ত কি উচ্চবিত্তে সাময়িক উত্তেজনা সৃষ্টি হবে, কিন্তু তা থেকে তারা নিজেদের জীবনযাপনে যেমন কোনো অস্বস্তি বোধ করবে না, তেমনই পাবে না কোনো প্রেরণাও"। পরিচিত, সহজগ্রাহ্য এই ছক থেকে সজ্ঞান, স্বেচ্ছাবৃত বিপ্রতীপ যাত্রায় সমাজ-মানুষ-ইতিহাসকে দেখতে পান তিনি এক গভীর পর্যবেক্ষণী দৃষ্টিতে, যে-নিরীক্ষণ বুঝি-বা কোনো সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ কি সমাজবিজ্ঞানীর ক্ষেত্র-গবেষণার সমতুল। সময় মানুষ ঘিরে সমাজের যে চরিত্র তার সন্ধানেই প্রচলিত বয়ান থেকে, জীবনযাপনের আপাত-দৈনন্দিনতা থেকে উপকরণ সংগ্রহ করে তিনি আমাদের দীক্ষিত করেন দেশ-কাল-মানুষেরই অপর- এক-সমান্তরাল বয়ানে। আমাদের এই জটিল, যন্ত্রণাদীর্ণ, ব্যথাময় সময়ের এমনই এক বৃত্তান্তকার আখতারুজ্জামান যিনি, কবি-জননীর মতোই সময়-পৃথিবী-মানুষের আখ্যান বর্ণনায় হেঁটে গেছেন কড়া গদ্যের জগতে। হাতে গোনা যে কটি চিরায়ত সাহিত্যকৃতি আমাদের রচিত হয়েছে 'খোয়াবনামা' তাদেরই সগোত্র। দেশভাগ-তেভাগা-আধিয়ার-নিম্নবর্গীয় জীবনযাপন ও বিশ্বাসের আখ্যান যেমন সেরকমই বাংলার সাধারণ মানুষ-সৃষ্ট সমাজেতিহাসের এক বিস্তৃত দলিল এই মহাকাব্যোপম রচনা। আত্মমগ্ন এই কথকের বর্তমান উপন্যাস বাংলা সাহিত্যের মনস্ক পাঠকের, বাংলার ইতিহাসের স্বরূপসন্ধানীদের যথাযোগ্য সমাদর ও মর্যাদা লাভ করবে-প্রকাশক হিসেবে এই আমাদের গভীরতর বিশ্বাস।
KHOABNAMA
A novel
Author : Akhtaruzzaman Elias
Publisher : Naya Udyog