ছোটদের জন্যে লেখা ভারি শক্ত কাজ, কেননা সেটাকে ছোটদেরই শুধু নয়, বড়দেরও মনোমতো করে তোলার একটা বাড়তি চাপ থাকে। আর, সেই শক্ত কাজটি এই জমানায় সৌরভ মুখোপাধ্যায়ের চেয়ে ভাল আর ক'জনই বা পারেন? কিশোরদের জন্য লেখা সৌরভের নিজের সবচেয়ে পছন্দসই গল্পগুলি, সেরা-সেরা পত্রিকায় আলোড়ন-তোলা সেই সব কাহিনি এতদিন অগ্রন্থিত ছিল। অবশেষে এ-বছর লেখকের নিজের প্রিয়তম সেই আড়াই ডজন গল্প প্রথম দু-মলাটে এল। পত্রিকা-প্রকাশের সময় মুদ্রণ ও সম্পাদনা-জনিত নানান ক্ষতচিহ্ন ছিল, সেসব থেকে মুক্ত করে এ-বইয়ে সমস্ত গল্প ছাপা হয়েছে মূল পাণ্ডুলিপি থেকে। সচেতন পাঠক সেটা নিশ্চিত টের পাবেন, এবং তা হবে এ-বইয়ের একটা আলাদা আকর্ষণ
Kobirajdadur Diary A Collection of Short Stories Author : Sourav Mukhopadhyay