কৃষ্ণও হেরেছিলেন! ব্যাসদেবের মূল মহাভারত পড়লে সেই গল্প অনুযায়ী শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে একপ্রকার অজেয় বলে মনে হয়। কিন্তু ব্যাসদেবের মহাভারত ছাড়াও বিভিন্ন ভারতীয় পুরাণ, আঞ্চলিক মহাভারত, জনশ্রুতি এবং কিংবদন্তিতে কৃষ্ণ-অর্জুনের যুদ্ধ এবং পরাজয়ের বিভিন্ন চিত্তাকর্ষক কাহিনি রয়েছে। কৃষ্ণ-অর্জুনের পরাজয় এবং বিভিন্ন মহাভারতের অনেক অজানা কাহিনির খোঁজ এই বইটিতে পাওয়া যাবে। অর্জুন মোট ক'বার হেরেছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণকে কার কার কাছে হারতে হয়েছিল? গল্পে গল্পে উত্তর দেবে বইটি। কিছু কাহিনি অবাক করা এবং ভাবনাপ্রসারী।