চন্দননগর শহরকে আমরা "ইতিহাসের শহর", "বিপ্লবীদের শহর", "আলোর শহর", "জগদ্ধাত্রীর শহর", "জলভরার শহর" নামে চিনি। কিন্তু এই শহরের এতকিছুর পরেও একটি আলাদা পরিচিতি রয়েছে। সেটা হল প্রাচীন এই শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির। যাদের মধ্যে বেশকিছু মন্দিরের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ আবার বেশকিছু মন্দিরে অধিষ্ঠাত্রী দেব বা দেবী লৌকিক দেবী হিসেবে পরিচিত। তাই এই শহরকে মন্দিরের শহর বা "মন্দিরময় চন্দননগর" বললেও খুব একটা ভুল হবে না। চন্দননগর শহরকে এই দৃষ্টিকোণ থেকে দেখে আমার ক্ষেত্রসমীক্ষামূলক এই প্রচেষ্টা।