Skip to product information
1 of 2

Khori Books

MEGASTHENESER BHARAT BIBORAN

MEGASTHENESER BHARAT BIBORAN

Regular price Rs. 350.00
Regular price Rs. 350.00 Sale price Rs. 350.00
Sale Sold out
Tax included. Shipping calculated at checkout.

মেগাস্থেনিস ভারত দর্শন শেরে নিজে যে পান্ডুলিপিটি তৈরী করেন তার নাম দেন 'টা ইন্ডিকা (Ta Indica)। খুবই পরিতাপের বিষয় যে ঐ পান্ডুলিপিটি এখন আর পাওয়া যায় না, হয় হারিয়ে গেছে নয়তো চিরতরে বিনষ্ট হয়ে গেছে। তবে তার সমসাময়িক বা অব্যবহিত পরের কিছু গ্রীক লেখক যেমন আরিয়ান, স্ট্রাবো, ডায়োডরোস প্রমুখ তাদের লেখা বইসমূহে মেগাস্থেনিসকে উদ্ধৃত করেছিলেন। স্থানে স্থানে টেনে এনেছিলেন টা ইন্ডিকার প্রসঙ্গ। ফলে ঐ সব উদ্ধৃত্তির মাধ্যমে মেগাস্থেনিসের 'টা ইন্ডিকা' সামান্য হলেও বেঁচে আছে। জার্মানীর বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ই এ শোয়ানবেক্ প্রচুর পরিশ্রম করে বিভিন্ন লেখকের লেখার মধ্য থেকে মেগাস্থেনিসের উদ্ধৃতাংশ জুড়ে জুড়ে 'মেগাস্থেনিস ইন্ডিকা' নামক একটি বই প্রকাশ করেন ১৮৪৬ সালে। বইটি প্রকাশ হবার সঙ্গে সঙ্গে বেশ সাড়া পড়ে যায়। মি, ম্যাককিন্ডুলকৃত তার একটি ইংরেজি সংস্করণও বেরিয়ে যায় ১৮৮৮ সালে যা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এই উদ্যেগের ফলে প্রাচীণ ভারত সম্পর্কে প্রামাণ্য তথ্য জানার সুযোগ সৃষ্টি হল। সেই সময় বাঙালীদের মধ্যেও এই বিষয়ে জানবার ঝোঁক চদেখা গিয়েছিল। তবে বাংলা ভাষায় এই বই তখন ছিল না। বরিশালের। প্রতিভাবান লেখক ও অনুবাদক রজনীকান্ত ওহ ছিলেন গ্রীক ও ইংরেজী ভাষার সুগন্বিত। তিনি অনেকটা স্বপ্রবৃত্ত হয়ে এই বইটি মূল গ্রীক থেকে বাংলায় অনুবাদ করেন।

MEGASTHENESER BHARATBIBORAN

(Megasthenes Indica in Bengali)

Translated from original Greek 

Sree Rajonikanta Guho

Publisher : Khori Books


View full details