হিসেব নেই মোগল সম্রাটদের পত্নী আর উপপত্নীদের সংখ্যার। আবুল ফজল জানিয়েছেন- আকবরের হারেমে পাঁচ হাজার সুন্দরী রমণী ছিল। এরা সকলেই বিবাহিত পাত্রী ছিলেন না, ছিলেন উপপত্নী শ্রেণীর- উপভোগের পাত্রী। বাবর থেকে ঔরঙ্গজেব- ছ'জন মোগল সম্রাটের উপপত্নী, রক্ষিতাদের প্রেম-ভালবাসা-অবহেলা-রাজনীতির আশ্চর্য কথা ছাড়াও মোগল সম্রাটদের চার কন্যা গুলবদন, জাহানারা, রোশেনারা, জেবউন্নিসা বেগমের অন্দরমহলের বিস্ময়কর জীবনকাহিনী।