মোহিনী পর্বের বিস্তার কুমুদের পাদদেশ থেকে কচ্ছের অরিণ অবধি, যাযাবরী জীবনের আদিম সারল্য থেকে নাগরিক সভ্যতার জটিলতার আবর্ত পর্যন্ত। প্রতিবর্তের অনবদ্য ভাষা, অনুপুঙ্খ বর্ণনা এবং প্রবীণ চরিত্ররাজির অর্বাচীন চিত্রণে অন্য রঙে ধরা দিয়েছে চিরচেনা নামগুলো পুরাণীকথার গণ্ডি ছাড়িয়ে, অন্যভাষ নিয়ে এসেছে হাজার বছরের রাজনীতি থেকে প্রণয়, কূটনীতি থেকে বাৎসল্য, সমর্পণ থেকে পুরুষকার, ভোরের স্বপ্ন আর রজনীর প্রেম। মোহিনী পর্ব, দেবায়ন ট্রিলজির প্রথম চরণ, মোহিনী প্রহ্লাদ আর রক্তবাহুর ইতিহাস, হিরণ্য আর হোলিকার দ্বন্দ্ব, হরিযূপীয় আর নৈঋতিদের গল্প। মোহিনী ভৃগুর দ্বেষ আর শ্রীয়ের দৈবিতা, শক্রের কায়া আর ত্বষ্টার ধী। মোহিনী মোহিনীর ক্রমবিবর্তন, আর তার সঙ্গে ভারতেরও।