মোক্সা-রেনেসাঁ মানবিক নব-জাগরণের একটি ঘটনা-কল্পনা মেশানো অদ্ভুত ও উদ্ভট-রস-প্রেম-উপন্যাস। মানব-আত্মার মুক্তির মনস্তত্ব। ফ্রয়েডিয়ান ফ্যালাসের সামাজিক প্রতীকি ব্যবহার। স্থান-কালে বিশালতায় বাংলার একঝাঁক রেনেসাঁ-ব্যক্তিত্বের সঙ্গে এক সাধারণ নাগরিকের অসাধারণ শিল্প ও প্রেম খোঁজার অ্যাডভেঞ্চার কাহিনি। হস্তমৈথুনের প্রতীকের আড়ালে সামাজিক আত্মপ্রকাশের খোঁজে নিজের বেঁচে থাকার গভীরতার খোঁজ। বর্তমান, অতীত ও নতুন সময়ের মিলেমিশে যাওয়ার সাথে নতুন আর্ট, নিজস্বতা আর নিজের অর্থপূর্ণ জীবনের নিরন্তর খুঁড়ে যাওয়ার, হাহাকারের, চিৎকারের, তীব্র-যাপনের আপাত খিল্লিময় নিষ্ঠুর বাস্তবতা। প্রেমহীন হতাশার আরেক দিকে থাকা আত্মবিশ্বাসের আলোয় নিজের ছায়ায় নতুন রেনেসাঁর তীব্র প্যাসানে, উন্মাদ উল্লাসে গান কবিতার নেশায় ছুটে যাওয়া গজেনের স্বপন-সুখের অসুখ-রোমান্সে কালচার খেচা বেঁচে থাকার বর্ণনা। তার মহাকাশ ছেঁড়া নক্ষত্র-আলোর প্রেমের সন্ধানে অসীম চলার ব্যাপক-বর্ণময় থ্রিলার কাহিনি।