আমার কাজ হচ্ছে বিশ্লেষণ করা, বাস্তব অবস্থাকে বিশ্লেষণ করা, অবস্থাকে একটি সত্যিকারের perspective-এ এনে দাঁড় করানো। এবং বাকিটা দর্শকের দায়িত্ব। দর্শকের দায়িত্ব সেটাকে বোঝা এবং বুঝে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কোনো রাজনৈতিক thesis উপস্থাপিত করা রাজনৈতিক দলের দায়িত্ব। ছবি করিয়ে হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই বাস্তব অবস্থাকে, এই রাজনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করা, এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজনীয়তা বোঝানো, তীব্রভাবে বোঝানো, অত্যন্ত গভীরভাবে বোঝানো, সংবেদনশীল মন নিয়ে বোঝানো, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বোঝানো। এটাই আমাদের দায়িত্ব, এর বেশি কিছু নয়।