অসিত পালের জীবনী বললে ভুল হবে এ এক শিল্পীর পথ চলার রোমাঞ্চকর বিবরণ। অসিত পাল শিল্পী হিসেবে পরিচিত এই বঙ্গে, একই সঙ্গে তিনি একজন গবেষক হিসেবেও পরিচিত সারা দেশে, তার এই পথ চলার প্রতি মুহূর্তে রয়েছে নানা উত্থান পতনের রোমাঞ্চকর বিবরণ। এখানে যেমন আছে ৭০ দশর্ককে মুক্তির দশক করতে পুলিশের জালে জড়িয়ে পরা আর তার থেকে মুক্তি পেতে সুদূর ত্রিপুরায় আত্মগোপন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এনে নিজের ছবির প্রদর্শনীর উদ্ভোধন। সাধারণ মানুষের মধ্যে শিল্পকে পরিচিত করতে কলকাতার রাস্তায় দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়েছিল তার সাপ পদ্মের ছবি, বিভিন্ন লেখক কবির গল্প, কবিতা, খোলা আকাশের নিচে গ্যালারি, চলমান শিল্প আন্দোলন একটা সময়ে সাধারণ মানুষের মধ্যে ফেলে দিয়েছিল বিপুল সাড়া। তার বটতলার শিল্প আবিষ্কারের অভিযান, বম্বেতে বাংলার শিল্পীদের নিয়ে এক রোমাঞ্চকর অভিযান। এই প্রথম এক জায়গায় লিপিবদ্ধ আকারে প্রকাশিত হচ্ছে অসংখ্য ছবি সহ যা সময়ের নিরিখে এক মূল্যবান দলিল। তিনি জীবনের বেশির ভাগ সময় সাধারণ মানুষের কথা ভেবে একের পর এক কাজ করে গেছেন তার বিবরণ।