মুসলিম নারী নিয়ে এখন চারদিকে হইচই। ইউরোপ-আমেরিকায় হিজাব-বিতর্ক। ভারতেও তালাক প্রথা আদালত পর্যন্ত গড়িয়েছে। ধর্মসম্প্রদায় ও দেশকাল নির্বিশেষে সব মহিলাকেই একটি ভিন্ন বাস্তবতার মধ্যে বাস করতে হয়। তারই মধ্যে সমাজে তাঁরা নিজের পরিসর তৈরি করে নেন। আর মুসলিম নারীকেও যতটা করুণার যোগ্য জীব মনে করা হয়, তা তাঁরা নন। এই আলোচ্য-গ্রন্থে বিভিন্ন প্রেক্ষিতে মুসলিম নারীর অবস্থান বোঝার চেষ্টা আছে। বিশেষ করে বাংলায় গত দুই শতকে মুসলিম নারীর আত্মপ্রতিষ্ঠার যে অলক্ষিত প্রয়াস এবং ক্রম-অগ্রগতি, তারই এক যথাযথ আলেখ্য এই বই। সুপরিচিত রোকেয়া যেমন আছেন এক বড়ো জায়গা জুড়ে, তাঁর আগের ও পরের উপেক্ষিত নারী ব্যক্তিত্বগুলিকেও উপযুক্ত মর্যাদায় স্থান দেওয়া হয়েছে। মুসলিম নারীর জয়যাত্রার এ এক ধারাবাহিক ইতিহাস, তথ্য ও বিশ্লেষণের নিরিখে যাচাই করা। চিন্তা উদ্রেককারী ও সুপাঠ্য