'হুমায়ূন অতি বিচিত্র এক চরিত্র। যেখানে তিনি সাঁতারই জানেন না, সেখানে সারা জীবন তাঁকে সাঁতরাতে হয়েছে স্রোতের বিরুদ্ধে। তাঁর সময়টাও ছিল অদ্ভুত। বিচিত্র চরিত্র এবং বিচিত্র সময় ধরার লোভ থেকেও বাদশাহ নামদার লেখা হতে পারে। আমি নিশ্চিত না।... সম্রাট হুমায়ূন বহু বর্ণের মানুষ। তাঁর চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা রঙ ব্যবহার করতে হয়নি। নাটকীয় সব ঘটনায় তাঁর জীবন পূর্ণ। উপন্যাসটি লেখার সময় প্রচুর বইপত্র বাধ্য হয়ে পড়তে হয়েছে। একটি নির্ঘন্ট দিয়ে নিজেকে গবেষক-লেখক প্রমাণ করার কারণ দেখছি না বলেই নির্ঘন্ট যুক্ত হলো না। বাদশাহ নামদারের বিচিত্র ভুবনে সবাইকে স্বাগতম।'
NA HANYATE Author : MOITREYEE DEVI Publisher : Prima Publication