প্রেত সম্পর্কিত প্রায় ২৩০০ বছরের পুরনো বৌদ্ধগ্রন্থ 'পেতবন্ধু'র সটীক অনুবাদ। 'ধম্মপাদ' ও 'সম্যুত্ত নিকায়' থেকে সংগৃহীত বৌদ্ধ সাহিত্যের যাবতীয় প্রেত-কাহিনী। সঙ্গে স্থান পেয়েছে বৌদ্ধধর্মে নরক, যম, জন্মান্তর, ভাগ্যচক্রর ধারণা। এছাড়া বিভিন্ন দেশের বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে জনপ্রিয় প্রেত অনুষ্ঠান, ক্ষুধার্ত প্রেত ও প্রেত উৎসব, নরক, প্রেতনগরী, প্রেত বিবাহ প্রভৃতি সহ দেশগুলিতে প্রচলিত বিবিধ ভূত- প্রেতের রোমাঞ্চকর নাম, চিত্র ও বিবরণ। সমগ্র গ্রন্থটি সজ্জিত হয়েছে প্রায় ৩২০টি চিত্র দ্বারা, যা বাংলা পুস্তক জগতে প্রায় বিরল। এক কথায় বৌদ্ধধর্মে ভূত-প্রেত-নরক- পরলোক সম্পর্কিত বাংলা ভাষার একমাত্র বিশ্বকোষ।