আঠারো শতক। আটলান্টিক মহাসাগর জুড়ে জলদস্যুদের দাপট। ক্রীতদাস কিংবা তামাক, তুলো অথবা চিনি-লুঠ করার মতো জাহাজের অভাব নেই মহাসাগরের বুকে। জলদস্যুদের সেই স্বর্ণযুগে 'ব্ল্যাকবিয়র্ড'-এর আটলান্টিক-ত্রাস হিসেবে উত্থান। তার ফ্লাগশিপ কুইন অ্যানস রিভেঞ্জ-এর দাপটে আটলান্টিকের ত্রিমুখী বাণিজ্য পথ পর্যুদস্ত। ওক্রেকোক খাঁড়ির যুদ্ধে রয়েল নেভির হাতে ব্ল্যাকবিয়র্ডের মৃত্যুতে আটলান্টিকের বাণিজ্যপথ সংকট মুক্ত হলো বটে, কিন্তু ব্ল্যাকবিয়র্ডের ফ্ল্যাগশিপ আর লুকোনো ঐশ্বর্য নিয়ে রয়ে গেল নানা কিংবদন্তী। সমুদ্র-প্রত্নতত্ত্ববিদ এমা মিলারের লক্ষ্য আঠারো শতকে ডুবে যাওয়া জাহাজ কুইন অ্যানিস রিভেঞ্জ, ব্ল্যাকবিয়র্ডের ফ্ল্যাগশিপ উদ্ধার। মিলারের নেতৃত্বে সেই লুকোনো ঐশ্বর্যর খোঁজে এক স্বপ্নসম্ভব অভিযানই এই উপন্যাসের একমাত্র উপজীব্য নয়। এই স্বপ্নসম্ভব অভিযানের পাশাপাশি এই উপন্যাস খুঁজেছে ঔপনিবেশিক সময়ের ইংল্যান্ডকে এবং আফ্রিকায় তাদের শোষণের মূল চরিত্রটিকেও !