পশ্চিমবঙ্গের অখণ্ড মেদিনীপুর জেলার পশ্চিমতম প্রান্তের এক অজ গাঁয়ে জন্ম। সরকারি কর্মে রাজ্যের সর্বত্র বসবাস। অবসরের পর চন্দননগরে স্থিতি। বর্তমানে পূর্ণ সময়ের লেখক, সম্পাদক এবং তন্নিষ্ঠ পাঠক। আসল পরিচিতি ছড়িয়ে আছে তাঁর লেখা গল্প, উপন্যাস, স্মৃতিগদ্য, বিজ্ঞান-বিষয়ক সরস প্রবন্ধ এবং পুস্তক আলোচনায়। প্রকাশিত গ্রন্থঃ তফসিল, দ্রৌপদী ও পঞ্চপতির উপাখ্যান, স্মরচিহ্ন, বাঙালির পথঘাটের খাওয়া-দাওয়া (সম্পাদনা), গরিলার ঘরকন্না, যেসব গল্প ছোটো থেকে বড়ো হয়, ধর্ষণ-বৃত্তান্ত ইত্যাদি, হাফ প্যাডেলের কাল।