ঠিক কোন বইগুলিকে এবং কোন ইতিহাসবিদদের লেখা ইতিহাসকে এভাবে লোপাট করে দেওয়া হল? এনসিইআরটি-র প্রথম দফার ইতিহাসের পাঠ্যবইগুলি লেখা হয়েছিল ১৯৬০ ও '৭০-এর দশকে। লেখকদের নাম রোমিলা থাপার, অর্জুন দেব, আরএস শর্মা, সতীশ চন্দ্র ও বিপান চন্দ্র। এই বইগুলিকেই মোরারজি দেশাই সরকার নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সে কাজ করে উঠতে পারার আগেই ওই সরকারের পতন ঘটে। তবে যে ইতিহাসবিদরা এই বইগুলি লিখেছিলেন, তাঁদের সম্পর্কে গৈরিক শিবির নিজেদের বিরুদ্ধ মনোভাব গোপন রাখেনি কোনোদিনই, বরং তা স্পষ্টভাবেই জানিয়েছে। তাঁদের সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে তাঁরা মার্কসবাদী, বামপন্থী, বিদ্যায়তন ও বুদ্ধিজীবী মহলের সন্ত্রাসবাদী এবং বিকৃত ইতিহাসের লেখক। এখন আমাদের বোঝা দরকার, ইতিহাসের একটি পাঠ কি পেশাদার ইতিহাসবিদদের হাতে মূল্যায়িত নির্ভরযোগ্য ইতিহাস, না কি রাজনৈতিক কল্পকাহিনি নির্মাণে মত্ত কোনও ব্যক্তির হাতের কাজ? তা কী আমাদের ইতিহাস, না ওদের ইতিহাস? কাদের ইতিহাস?