প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা তা শুধু ঐতিহাসিকদের লিখিত রচনা থেকে নয়। আমাদের দেশের প্রাচীন ইতিহাস আমরা জানতে পারি বিদেশি পর্যটক, মূলতঃ গ্রীক পর্যটকদের রচনা থেকে। আলেকজান্ডারের ভারত আক্রমণকালে তাঁর সঙ্গে এসেছিলেন কয়েকজন গ্রীক পণ্ডিত- তাঁদের রচনাতেও সেকালের ভারতের রাজনৈতিক অর্থনৈতিক, সামাজিক ভারতের ছবি ধরা রয়েছে। হিরোডোটস্, টলেমি, প্লিনি, মেগাস্থিনিস, স্টাবো প্রমুখ ভারতভ্রমণকারীরা তাঁদের রচনায় প্রাচীন ভারতের বিস্তৃত বর্ণনা দিয়েছেন। সেকালের পর্যটকরা সকললেই ছিলেন জ্ঞানী গুনী। তাই ভারতবর্ষ সম্বন্ধে তাঁদের মূল্যায়ন অতীব গুরুত্বপূর্ণ, এবং তা প্রাক মুসলমান সময়ের দলিল স্বরূপ। এই গ্রন্থে বিশিষ্ট প্রাবন্ধিক রামপ্রাণ গুপ্তের কলমে বিদেশি পর্যটকদের পরিচিতি সহ প্রাচীন ভারতের সংক্ষিপ্ত ইতিহাস বিধৃত হল।