বইটির প্রথম সংস্করণে (২০২০) ছয়টি বক্তৃতার মাধ্যমে পশ্চিমী মার্কসবাদের স্বরূপ, গ্রামশি, লুকাচ, কর্শ, ফ্রাংকফুট স্কুল এবং হাবেরমাসের তত্ত্বগুলি নির্বাচিত গ্রন্থতালিকা সহ পরিবেশিত হয়েছিল। দ্বিতীয় সংস্করণে (২০২২) পশ্চিমী মার্কসবাদের স্বরূপ, গ্রামশি এবং ফ্রাংকফুর্ট স্কুল বিষয়ক বক্তৃতাগুলির পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে। প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে অন্য বক্তৃতাগুলির ক্ষেত্রেও। নির্বাচিত গ্রন্থতালিকাতে বেশ কিছু নতুন বই-এর অন্তর্ভুক্তি ঘটেছে।