সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একজন প্রোফেসর শঙ্কু। স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারে মগ্ন। যদিও তিনি থাকেন গিরিডি শহরে, তবু নানান অভিযানের তাগিদে তিনি ঘুরে বেড়ান ইউরোপ-এশিয়ার নানান দেশে, এমনকি মঙ্গল, টাফা ইত্যাদি ভিনগ্রহেও। শঙ্কুর তীক্ষ্ণবুদ্ধি, বৈজ্ঞানিক প্রতিভা আর শত্রুদমনের নিশ্চিত ক্ষমতার পরিচয় পাওয়া যাঁয় তাঁর লেখা ৩৮টি সম্পূর্ণ এবং ২টি অসম্পূর্ণ ডায়েরির এন্ট্রি থেকে। সম্প্রতি অ্যাকাডেমিক পরিসরে এই কিশোর-সাহিত্যকে নিয়ে আলোচনার অবকাশ তৈরি হয়েছে এবং তাই শঙ্কুর প্রতিটি কাহিনিকে নানান দৃষ্টিভঙ্গি থেকে বিশেষভাবে বিশ্লেষণ করার 0 চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। বস্তুত, এক মলাটে প্রোফেসর শঙ্কুর সম্পূর্ণত পরিচয় লাভ করতে এ এক মূল্যবান আকর গ্রন্থ।