দেবদেবীরা স্বর্গের বাসিন্দা হলেও অন্যান্য বিবরণের সঙ্গে তাঁদের চেহারা বর্ণনা পাওয়া যায় মর্তের মানুষের মানসে সৃষ্ট বেদ, পুরাণ, মহাকাব্য বা লোককথায়। তবে সেই রূপ একদিনে কল্পিত বা নির্ধারিত হয়নি। হিন্দু দেবালয়ের গর্ভগৃহে বা বহিরঙ্গে দেবতাদের যত মূর্তি দেখা যায়, তাদের রূপ আরোপিত হয়েছে যুগ যুগ ধরে। অনেক জাগতিক বা মহাজাগতিক ঘটনার মানবায়িত রূপকেও দেবতাদের মূর্তি বলে মনে করেন অনেক পণ্ডিত। কোনও দেবতা বা দেবীর মূর্তি একবার কল্পিত হওয়ার পর তার বহু বিবর্তন ঘটেছে যুগ বদলের সঙ্গে সঙ্গে।