রবীন্দ্রনাথের পুত্রবধূ, বিশিষ্ট শিল্পী এবং শান্তিনিকেতনের আশ্রম-লক্ষ্মী প্রতিমা দেবী আমাদের সকলের শ্রদ্ধার মানুষ। তাঁকে নিয়ে আমারও কিছু স্মৃতি আছে বইকি! শান্তিনিকেতনে ছেলেবেলা থেকেই তাঁকে দেখেছি উত্তরায়ণে। কিন্তু আজ আমার অশীতিপর বয়সে সেই সব দিনের স্মৃতি অনেকটাই ঝাপসা হয়ে এসেছে। প্রতিমা দেবী চলে গিয়েছেন আজ থেকে পঞ্চান্ন বছর আগে, ১৯৬৯ সালের ৯ জানুয়ারি। সেই সময় শান্তিনিকেতন আশ্রমিক সংঘ থেকে ওঁর একটি ছবির অ্যালবাম প্রকাশিত হয়েছিল। তাছাড়া 'বিশ্বভারতী' পত্রিকার মাঘ- চৈত্র ১৩৭৫ সংখ্যায় ওঁর স্মৃতির উদ্দেশ্যে কিছু রচনাও ছাপা হয়। এর বাইরে তেমন উল্লেখযোগ্য কাজ প্রতিমা দেবীকে ঘিরে হয়েছে বলে আমার জানা নেই।