হয়তো স্বভাবসিদ্ধ অনুন্ধিৎসা কিংবা নিছক কৌতূহল অথবা আরও কোনও নিগূঢ় কারণে জীবনের একটা পর্যায়ে রবীন্দ্রনাথের মতো যুক্তিনিষ্ঠ মানুষও মেতে উঠেছিলেন প্ল্যানচেট নিয়ে। জীবনের প্রায় শুরু থেকেই একে একে ছেড়ে গেছে পরমপ্রিয় মানুষেরা। বিশ্বজগতের কোথাও তারা নেই, এই ভয়ংকর শূন্যতার ভাবনারে চেয়ে 'অন্য এক লোক'-এ তারা আছে, এই ভাবনায় হয়তো মানসিক শান্তি। কার্ম কারণ যাই হোক, এখানে সেটা অনুসন্ধানের বিষয় নয়। এ বইতে ধরা রইল প্ল্যানচেটে আসা সেইসব মানুষদের কৌতূহলোদ্দীপক নানা ঘটনা। এখানে সংকলিত 'মাধ্যম' ও 'আত্মা'র বহু প্রশ্নোত্তরেই ধরা পড়বে ব্যক্তি রবীন্দ্রনাথের অন্তর্জগত।