প্রশ্নার্ত আশ্চর্য সজীব মন ও তার থেকে উদ্ভূত নির্মোহ তর্কের রচনাশৈলী- সব মিলিয়ে এই সময়ের এক বিরল ভাবুক ও দার্শনিক সৌরীন ভট্টাচার্য। নাটক, রাষ্ট্র আর থিয়েটারের জগতকে জুড়ে থাকা তাঁর এই নতুন প্রবন্ধ সংকলনেও রয়েছে আমাদের চেনাজানা অভিজ্ঞতার জগতেরই এক বড়ো অংশ- আমাদের নাটক আর থিয়েটার, তাকে ঘিরে থাকা রাষ্ট্রীয় প্রতাপ আর সামাজিক দৈনন্দিনের চর্চা। মনোরঞ্জন ভট্টাচার্য, খালেদ চৌধুরী, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অশোক সেন ও আরো অনেকে, আর তাঁদের ঘিরে নানা প্রসঙ্গ আর পরিসরের কথায় এক অতিক্রমী দৃষ্টি নিয়ে তৈরি হয়েছে এই সংকলনের নানা লেখা।