রবীন্দ্রনাথ প্রায় গোটা জীবন আবিশ্ব ঘুরে বেড়িয়েছেন, দেখেছেন, শুনেছেন, মিলেছেন, মিলিয়েছেনও। তাঁর চলার পথে পাশের দৃশ্যপট যেন ক্রমশ সরে সরে গিয়ে নতুন নতুন প্রত্যয়ের জন্ম দিয়েছে, যা তাঁর লেখনির মাধ্যমে আমাদের সমৃদ্ধির পথ দেখিয়েছে। তিনি নিয়েছেন, তিনি দিয়েছেন। তাই তাঁর বোধের অপার পরিধির মধ্যে আমরা কখনও কখনও দিক ভুল করে ফেলি বিষয় থেকে বিষয়ান্তরে হারিয়ে যাই। কিন্তু যেসব মনিমুক্তো তিনি আমাদের জন্য রেখে গেছেন তার উপযুক্ত চয়ন উত্তর প্রজন্মের মানুষের জীবনে এই ভ্রান্তিকালে এক একটি আলোকবর্তিকার মতো। আর তেমনই এক সুচারু নির্বাচন সংযোজিত হলো প্রাজ্ঞ গবেষক ও অধ্যাপক তপনকুমার ঘোষ এর মাধ্যমে।
Ruper Sanchita Abhiman: Rabindranath O Chalachchitra Author:Tapan Kumar Ghosh