SAHITYA O SAMALOCHANAR ROOP-REETI
SAHITYA O SAMALOCHANAR ROOP-REETI
সাহিত্য ও সমালোচনার রূপ-রীতি বইটি সাহিত্যের রূপ- বৈচিত্র্যের একাধারে তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। দেশ- বিদেশের সাহিত্য-সৃষ্টির অসংখ্য উদাহরণ এই বিশ্লেষণের একটি বড় সম্পদ। শুধু বিশ্লেষণই নয়, লেখকের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি ও গভীর রসবোধ কোথাও কোথাও সৃজনশীল সমালোচনার স্তরে পৌঁছে গেছে। পাশাপাশি তাঁর নিরপেক্ষ বিচারবোধও সাহিত্য-সৃষ্টির বিচিত্র রূপের প্রভেদ ও অন্তর্লীন নৈকট্যকে অসাধারণ দক্ষতায় স্পষ্ট করেছে। কবিতা, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদির। রূপগত বিবর্তনের এমন চমৎকার ইতিহাস বাংলা সমালোচনা সাহিত্যে এই প্রথম। সাহিত্যের উল্লেখযোগ্য আন্দোলন এবং আধুনিক-উত্তর আধুনিক সমালোচনার বিশেষ বিশেষ তত্ত্বগুলিও নিরপেক্ষ বিশ্লেষণে ও সাহসিক মন্তব্যে উপস্থাপিত হয়েছে। সামগ্রিকভাবে সাহিত্যের রূপ-বৈচিত্র্য ও সমালোচনার নানা কৌণিক পদ্ধতি-বিশ্লেষণের এমন নির্ভার উপস্থাপনা বাংলা সাহিত্যের সমালোচনায় একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। লেখক উজ্জ্বলকুমার মজুমদার (জন্ম ১৯৩৬, ভবানীপুর, কলকাতা) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন বিভাগীয়-প্রধান ও সম্প্রতি অবসর-প্রাপ্ত অধ্যাপক। মূলত রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা সাহিত্য এবং তুলনামূলক সাহিত্য তাঁর বিশেষ কৌতূহলের বিষয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক এই লেখকের আরেকটি উল্লেখযোগ্য দে'জ পাবলিশিং প্রকাশিত বই 'বাংলা কাব্যে পাশ্চাত্ত্য প্রভাব।'
SAHITYA O SAMALOCHANAR ROOP-REETI
A Treatise and Criticism on Literature in Bengali
Author : UJJAL KUMAR MAJUMDAR
Publishers : Dey's Publishing