Sahityer Puri
Sahityer Puri
বঙ্গদেশে অবস্থিত না হয়েও পুরী জড়িয়ে আছে বাঙালির জীবনচর্যায়। বাংলার সঙ্গে পুরী বা পুরুষোত্তমের যোগাযোগ যদি চৈতন্যদেবের নীলাচল যাত্রার আগেও হয়ে থাকে, তার শেষ এখনও হয়নি। হয়তো হবেও না যতদিন সভ্যতা বেঁচে থাকবে। পুরী তাই স্বভাবতই কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক, ভ্রামণিক ইত্যাদি সব ধরনের লেখকের কলমে উঠে এসেছে বারবার। বিভিন্ন আঙ্গিকে, নানারকম চেহারায় তা বিভিন্ন রূপ অবয়ব আর মহিমা সহকারে হাজির হয়েছে পাঠকের কাছে। বাংলা সাহিত্যের প্রায় সবকটি শাখায় এবং সেই সঙ্গে ইংরেজিতে রচিত বিভিন্ন সন্দর্ভে পুরীর মাহাত্ম্য, গুরুত্ব, সৌন্দর্য, আকর্ষণ ইত্যাদি যেভাবে বিবৃত হয়েছে, তার কিছু নমুনা সংগ্রহ করে বিষয়ভিত্তিক অধ্যায়ে সাজানো হয়েছে এই বইতে। বাঙালির কাছে পুরীর পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। এই বইও তাই গাইড-বুক, রম্যরচনা, ভ্রমণকাহিনি, গবেষণাপ্রসূত রচনা, ইতিহাস, ধর্ম-মাহাত্ম্য, এসব কিছুই নয়। বিভিন্ন সাহিত্যিকের বা গবেষকের কলমে পুরী যেভাবে ব্যবহৃত এবং আলোচিত হয়েছে সেই বিশাল সাগর থেকে কিছু রত্ন বাছাই করে সাজানো হয়েছে এখানে। আর সেগুলির মাধ্যমে ও লেখকের নিজস্ব ভাষ্যে দেখানো হয়েছে পুরীর নানা বৈশিষ্ট্যকে, আদতে যার কোনো অন্ত নেই। লেখার মধ্যেই বিভিন্ন রচনার সূত্র নির্দেশিত থাকায় আলাদা পাদটীকার প্রয়োজন হয়নি। তবুও পরিশেষে বিভিন্ন গ্রন্থের একটি তালিকা দেওয়া হল। আধুনিকতা এবং অভ্যাসের কারণে প্রাচীন রচনার উদ্ধৃতিতে বানান-রীতির কিছু পরিবর্তন সজ্ঞানে ঘটানো হয়েছে।
Sahityer Puri
Author : Prasenjit Dasgupta
Publisher : Dey Book Store