বৌদ্ধ সাহিত্যে অদ্ভুতধম্ম নামক একটি পুস্তিকার সংবাদ দেওয়া রয়েছে, যার অস্তিত্ব বুদ্ধের মৃত্যুর পর কয়েক শতাব্দী পর্যন্তও ছিল। কী লেখা ছিল সেই অদ্ভুতধম্মে? কেউ জানে না। অশোকপুত্রী সংঘমিত্রা সিংহলে বোধিবৃক্ষের চারা নিয়ে গিয়েছিলেন। কেউ কেউ মনে করেন, সেইসঙ্গে তিনি একটি মূল্যবান নথিও সিংহলে নিয়ে যান। কী সেই নথি? কীসের আভাস রয়েছে সেই নথিতে? ভবিষ্যকালের জন্যই-বা কী বার্তা লুকিয়ে আছে তার পৃষ্ঠায়? সেই পুঁথিতে নাকি বৌদ্ধধর্মের আঙ্গিকে প্রাচীন ব্রাহ্মীলিপিতে উচ্চারিত হয়েছে গীতার অমোঘ বাণী; পরিত্রাণায় সাধুনাম্ বিনাশায় চ দুষ্কৃতাম্ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। (সাধুদের পরিত্রাণের জন্যে, দুষ্কৃতকারীদের বিনাশের নিমিত্ত, ধর্মের স্থাপনা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হব।)