ধুরন্ধর অপরাধী আর দুদে পুলিশ অফিসারের সম্পর্ক অনেকটা দাবাখেলার প্রতিযোগীদের মতো। চালের ওপর নির্ভর করে, কে জিতবে কে হারবে! এরকমই এক অপরাধের দাবার ছকে জড়িয়ে পড়ছে সবাই... এক রহস্যময় ফেসবুক প্রোফাইল... মৃত্যুর আগেই হচ্ছে ডেথ ফোরকাস্ট... একমাত্র ব্লু, এক অপূর্ব সুন্দর কৃষ্ণাঙ্গীর ছবি... শহরে ইতিমধ্যে ঘটে যায় দুই ধনকুবেরের রহস্যময় মৃত্যু। ফরেনসিক বলছে স্বাভাবিক মৃত্যু, তবুও... তদন্ত বলছে এদের দু'জনেরই জীবনে সম্প্রতি আবির্ভাব ঘটেছিল এক গোপন প্রেমিকার। কে সে? অনুতাপে দ্বগ্ধ হচ্ছে মেয়েটি... কীসের অনুতাপ? কেন সে ভয় পায় অন্ধকারকে? চক্রব্যূহে অভিমন্যুর মতো অসংখ্য প্রশ্নের সামনে দাঁড়িয়ে অসহায় অধিরাজ। অদ্ভুত এক দাবাখেলার মতো দুই দিকে দুই প্রতিদ্বন্দ্বী। অপরাধী ও অধিরাজ! শেষপর্যন্ত কি সমাধান হবে এই হত্যা- রহস্যগুলির? বোঝা যাবে কি খুনের পদ্ধতি? কেই বা খুনী? কেন খুন করছে সে? কীভাবেই বা ফরেনসিক ও সাইবার সেলকে বিভ্রান্ত করছে সে? কী আছে এই খুনীর জটিল মনের কেন্দ্রে?