Satyi Ratan
Satyi Ratan
'ছোটদের জন্যে আমার যে লেখালেখি, তা একেবারেই আমার নিজের হারানো শৈশবের প্রতি ট্রিবিউট। আমি আমার খুদে পাঠককে আরেকটি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চারার উপহার দিতে চাই না, রক্তপাত-হরর বীভৎস-হাড়হিম ইত্যাদি প্রভৃতিও না। আমি যা লিখতে চাই তা হল হাতের কাছে ছুঁয়ে-দেখার মতো বাস্তব যার ওপর একটুখানি, একদম আলতো করে, মায়ার গুঁড়ো ছড়ানো আছে। নিজের ছোটবেলার টুকরো জোড়াতাড়া দিয়ে, নিজের শৈশবে দেখা-জানা-বোঝা জগৎটিকে পুনর্নির্মাণ করেই আমি ছোটদের জন্যে গল্প-উপন্যাস লিখি। সাবেকি কান্না-হাসিতে মাখা সেই পুনরাবৃত্ত কল্পকথাটুকুই আমার রূপকথা; যে কথা শুনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শুনাবারে। নিজে ছোটবেলায় যেমনটি পড়তে ভালবাসতাম, তেমনটি লিখি; তা সে 'টাইম-ওয়াপ' নামক মানদণ্ডে ব্যাকডেটেড ছাপ্পা পেলেই বা কী, পত্রপত্রিকার নিরঙ্কুশ পৃষ্ঠপোষকতা না পেলেই বা কী। হ্যাঁ, আমি এই ঘরানাতেই ঘুরি বারবার; কারণ, এতে আমি সুখ পাই, আমার ক্যাথারসিস হয় লিখে। এ-যাবৎ আমি যা লিখেছি, একান্তভাবেই নিজের সুখের জন্যই লিখেছি, অনলি টু প্লিজ মাইসেলফ, যা লিখে আনন্দ হয়, যা বলে বুক হালকা হয় তা-ই।' সৌরভ মুখোপাধ্যায় এমনই ভাবেন ছোটদের জন্যে নিজের লেখালিখি নিয়ে। আর, শুধু ছোটরা নয় বয়স-নির্বিশেষে সমস্ত পাঠক জানেন, তাঁর কলমে কী জাদু, তাঁর গল্পে কী চৌম্বক টান। লহমার মধ্যে হাসাতে বা কাঁদাতে-পারা তেমনই এগারোটি গল্প নিয়ে সংকলিত এই বই "সত্যি রতন"
Satyi Ratan
Author: Sourav Mukhopadhyay
Publisher: Mitra & Ghosh