গোয়েন্দা গল্প-উপন্যাস নিয়ে ইংরেজি ভাষায় যেমন অসংখ্য সংকলন তৈরি হয়েছে এবং হয়ে চলেছে বাংলায় তেমনটা নয়। সেকালের বাঙালি গোয়েন্দাকাহিনি- লেখকদের সব রচনা চাইতেই হাতের কাছে পাওয়ার আজ আর উপায় নেই। প্রথম যুগের এই লেখকদের সবার সম্পর্কে খুব পরিষ্কার ধারণাও আমাদের নেই। গোয়েন্দাকাহিনি, রহস্যগল্প ঠিক জাতসাহিত্যের পর্যায়ে পড়ে না এমন একটা মনোভাবও শিক্ষিত বাঙালি পাঠকমহলে দীর্ঘদিন বজায় ছিল। আজও হয়তো খানিকটা থেকে গেছে। 'সেকালের গোয়েন্দা কাহিনি' সংকলনে রাখা হল প্রথম যুগের ছয়জন জনপ্রিয় গোয়েন্দাগল্প লেখকের রচনা। দীর্ঘ সময় ধরে নানা লাইব্রেরি ও ব্যক্তিগত সংগ্রহ থেকে লেখাগুলি উদ্ধার করা হয়েছে। কাটতির হিসাবে গোয়েন্দাগল্পের জবাব মেলা ভার- সেকালেও যেমন, একালেও। এই সংকলনে অন্তর্ভুক্ত রচনাগুলির প্রথম প্রকাশকাল ১৮৯৪ থেকে ১৯০৫- বাংলাদেশে এক রাজনৈতিক ও সামাজিক সন্ধিক্ষণ। শিক্ষিত বাঙালির মননে স্বদেশচিন্তা ও অপরাধজগৎ কীভাবে পাশাপাশি জায়গা করে নিয়েছিল তার অনুসন্ধান গবেষককে প্রলুব্ধ করতে পারে।