ইংরেজি গোয়েন্দা কাহিনির কারবারিরা মনে করেন শার্লক হোমসের আবির্ভাব থেকে উনিশশো তিরিশের দশক পর্যন্ত সময়টি ইংরেজি গোয়েন্দা সাহিত্যের The Golden Age । বাংলার ক্ষেত্রে তত বড় দাবি না করা হলেও বলতে দ্বিধা নেই যে ১৮৯৪ থেকে ১৯১৫ সাল পর্যন্ত সময়কালে সংখ্যায় যত বেশি গোয়েন্দা কাহিনি লেখা হয়েছিল তা পরবর্তী দশকগুলিকে ছাপিয়ে যায়। আগের খণ্ডে মূলত পরিসরের কারণেই আমরা ১৯০৫ পর্যন্ত এসে থেমে যাই। এবার তাই ১৯০৫ থেকে ১৯১৫ অর্থাৎ আরও দশ বছর যোগ হল। এই কালপর্বে বেছে নেওয়া হয়েছে সাতজন লেখকের সাতটি কাহিনি। বাদ যাননি সেই সময়ের বটতলার গোয়েন্দা কাহিনির লেখকরাও। এইসময় বাংলা গোয়েন্দা কাহিনিতে আরও একটি বদল ঘটেছিল- জনপ্রিয়তা ধরে রাখতে অনেক কাহিনিতেই যোগ হয় ছবি। আমরা চেষ্টা করেছি পুরনো সেই স্বাদ বজায় রাখতে।