শম্ভু মিত্র, উৎপল দত্ত ও অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাংলা তথা ভারতীয় থিয়েটারের পুরোধা এই তিন মহামহিম ব্যক্তিত্ব এই গ্রন্থের উপজীব্য। না, কোনও শুরুগম্ভীর প্রবন্ধ বা থিয়েটারের কৃৎকৌশল ও তত্ত্ব আলোচনা নয় বরং সহজ জীবন ও সহজ যাপনে অভ্যস্ত এই তিনটি মানুষ কী উপায়ে সম্পৃক্ত করে নিতেন থিয়েটারে এবং থিয়েটারের দৈনন্দিন বেঁচে থাকাকে তারই সুলুক সন্ধান, তারই অর্ন্ততদন্ত করেছেন সাম্প্রতিক সময়ের অন্যতম নাট্য ব্যক্তিত্ব আশোক মুখোপাধ্যায় তাঁর কুশলী কলমে। অজস্র ঘটনা পরম্পরা ও ঘাত-প্রতিঘাত আর নাটমঞ্চের আবডালে ঘটে যাওয়া নানা মণি মাণিক্য ছড়িয়ে ছিটিয়ে এই বইয়ের পাতায় পাতায়। তৃতীয় বেল পড়লেই পর্দা ওঠার অপেক্ষায়...