পরিতোষ সেন (১৯১৮-২০০৮) ছিলেন 'ক্যালকাটা গ্রুপ'-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। চল্লিশের এই নতুন উন্মেষের অন্যতম পুরোধা শিল্পী বলা যায় তাঁকে। তাঁর প্রায় ৯০ বছরের দীর্ঘ জীবন অনেক ঝড়-ঝঞ্ঝা সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। দৃশ্যকলার ক্ষেত্রে তিনি যেমন বাস্তবতা ও মানবতা-সম্পৃক্ত একান্ত নিজস্ব এক আঙ্গিক বা রূপপদ্ধতি গড়ে তুলেছিলেন, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও রেখেছিলেন বিশেষ অবদান। তাঁর শিল্পের স্বরূপ অনুধাবনের প্রয়াস থেকেই এই লেখার সূচনা। তাঁর শিল্পকৃতিকে বুঝতে গেলে সমসাময়িক শিল্প-ইতিহাস, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকেও বুঝতে হয়। এই দিকগুলির উপরও আলোকপাতের চেষ্টা হয়েছে এই লেখায়।