শামসুর রাহমানের মনন ও মানস গঠিত হয়েছে ঢাকা শহরে, যে শহরে এখন আর সেই দীপ্তি নেই। কসমোপলিটান অভিঘাতে সেই শহর এখন ম্লান। সেই দীপ্তিকে তিনি ধরে রেখেছেন তাঁর অনেক কবিতায় এবং 'স্মৃতির শহরে'; তাঁর অনুপম গদ্যে। ঐতিহ্যঘেরা এই শহরের সঙ্গে শামসুর রাহমানের নাড়ির যোগ এবং সেই সংযোগ যে কী তীব্র আবেগপ্রবণ হতে পারে তা বোঝা যায় 'স্মৃতির শহর' পাঠ করলে। সেই দিনের ঢাকা শহর ছিল কত নিবিড় আর অন্তরঙ্গ! কবির এ স্মৃতিকে জানাও হয়ে ওঠে তাঁকে আর তাঁর কবিতাকে জানারও অবলম্বন।