স্বর্ণপুট শুধুমাত্র একটি স্মৃতিময় আত্মজীবনী নয়, এ বই আসলে এক আন্তর্জাতিক বঙ্গসন্তানের মন ও মননের দ্যুতিময় আলোকচিত্র। লেখক দীর্ঘজীবী ছিলেন না, এ আক্ষেপ আমাদের থেকে যাবে অনন্তকাল, কিন্তু স্বল্প পরিসরের জীবনে তাঁর কাজ চিরভাস্বর হয়ে থাকবে আর্ন্তজাতিক সংগীতের আঙিনায়। প্রবাদপ্রতিম উদয়শঙ্কর ও অমলাশঙ্করের সুযোগ্য পুত্র হয়ে শঙ্কর পরিবারের যে অনস্বীকার্য খ্যাতি তাকে ব্যবহার না করেও নিজ চেষ্টায় ও গুরুদের আশীর্বাদে আনন্দশঙ্কর জীবৎকালেই হয়ে উঠেছিলেন অনন্য। সংগীতজগতে তাঁর সৃষ্টি এখনও স্বকীয় মাধুর্যে ভরপুর। এ স্মৃতিকথা সেই অদম্য যাপনের বিস্ময়কর দলিল।