"কোন দিকে দৌড়ে যাব দেখছি, এমন সময় পশ্চিমদিক থেকে গুলি মনোরঞ্জনের বুকে এসে বিঁধল। আমরা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে ছিলাম।" ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার অগ্নিযুগের বিপ্লবীদের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কত শত যুবক-যুবতী দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে জীবন বলিদান দিয়েছেন, তার ইয়ত্তা নেই। কত অজানা অচেনা প্রাণ ঝরে গেছে অসময়ে, লোকচক্ষুর আড়ালে। তাঁদের অনেকের কথাই ইতিহাসের পাতায় ঠাঁই পায়নি। তাঁদের কথা চিরকালের জন্য হারিয়ে যেত-যদি না সহযোদ্ধারা, যাঁরা নদের স্মৃতি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দের ক্ষ কলে -তাঁরা স্মৃতিচারণ না করতেন। এই রে কল এ গ্রন্থের বিশেষত্ব এই যে, সব ক'টি বেল রচনাই সেইসব সহযোদ্ধাদের কলম বীদের থেকে উৎসারিত হয়েছে। দর বীদের স্মৃতিকথা সহ-যোদ্ধাদের ।