সৈয়দ ওয়ালীউল্লাহ দরদি সহনাগরিক সমাজতাত্ত্বিক দার্শনিক কথাশিল্পী, যিনি কথা- সংক্ষেপ আর কথা সংকেতের কারুকর্মে আলেখ্য নির্মাণের মতো আখ্যান রচনা করেন। তাঁর গল্পের মানব-মানবীরা চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে, এবং চিন্তা করে বুদ্ধি দিয়ে ততটা নয়, অনুভব দিয়ে তার চাইতে বেশি। তারা যতটা ক্রিয়াশীল, তার চাইতে বেশি চিন্তাশীল, তার চাইতে বেশি অনুভূতিপ্রবণ। তাঁর গল্পগুলি মূলত চিন্তাস্রোত, ঘটনা- গ্রন্থন নয়। তাঁর গল্পের মানুষেরা কথা বলে খুব কম, এমনকী কোনো কোনো গল্পে আদৌ কথা বলে না। সংলাপ কয়েকটি কথার বিনিময় মাত্র, অথবা স্বগতোক্তি। বাংলা গল্পের ঘটনাপ্রধান প্রবল মূলস্রোত থেকে সৈয়দ ওয়ালীউল্লাহর গল্প একেবারেই আলাদা, এক ভিন্ন মেধা ও মননের, সৃজন ও সৌন্দর্যের প্রবাহ, যা পরবর্তী সময়ে ভাবুক লেখকদের প্রভাবিত করেছে, মনস্ক পাঠকদের সামনে অন্য ভুবন খুলে দিয়েছে। মাত্র পঞ্চাশ বাহান্নটি গল্প লিখে বাংলা সাহিত্যের প্রথম সারিতে আসন পাকা করে নিয়েছেন এই প্রতিভাবান লেখক। সৈয়দ ওয়ালীউল্লাহ 'গল্পসমগ্র'-এর এই প্রকাশ একটি সাংস্কৃতিক ঘটনা।