পোড়ামাটির মন্দির বিষয়ে পুস্তক এবং প্রবন্ধ লেখা হয়েছে অনেক, আলোচনাও কম হয় নি। তবে এক-একটি মন্দির ফলকের কাহিনি নিয়ে এইভাবে পথচলা অতি বিরল। দক্ষিণবঙ্গের পোড়ামাটির মন্দির অলংকরণে মহাভারত কাহিনির ফলকগুলি একসূত্রে প্রন্থিবদ্ধ করে পুস্তকাকারে পরিবেশন চোখে পড়ে না। প্রতিটি মহাভারত কাহিনির ফলক বা প্যানেলের আলোকচিত্রের সঙ্গে মূলকাব্য অনুসারী কাহিনি, সেই সঙ্গে মন্দির ফলকে শিল্পীর শিল্পসৃষ্টি বিষয়ে আলোচনা যা সকলকে আকর্ষণ করবে। উৎসাহীদের জন্য দেওয়া হয়েছে প্রতিটি মন্দিরের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতার নাম ও পথনির্দেশ।