বহু প্রশংসিত 'ঠাকুরবাড়ির অন্দরমহল'-এর পর স্বনামধন্যা গবেষিকা চিত্রা দেব-এর নতুন গ্রন্থ 'ঠাকুরবাড়ির বাহিরমহল'-এ ঠাকুরবাবুদের বিচিত্র জীবনের রেখাচিত্র। নবজাগরণের আলোয় সবচেয়ে বেশি উদ্ভাসিত হয়ে উঠেছিলেন ঠাকুরবাড়ির সদস্যেরা। জোড়াসাঁকোর দু'টি বাড়ি ছাড়াও আরও কয়েকটি ঠাকুরবাড়ি ছিল পাথুরিয়াঘাটা ও অন্যত্র। আদিতে একই পরিবারের সদস্য ছিলেন এঁরা। বিপুল পরিশ্রমে চিত্রা দেব সংগ্রহ করেছেন ঠাকুরবাবুদের সম্পর্কে তথ্য। এই গ্রন্থের পাতায় পাতায় দুর্লভ ইতিহাসের উপাদান।
THAKURBARIR BAHIRMAHAL
[Essay] Author : Chitra Deb Publisher : Ananda Publishers