THE ARMY OF THE INDIAN MOGHULS
THE ARMY OF THE INDIAN MOGHULS
'দ্যা আর্মি অব দ্যা ইন্ডিয়ান মুঘলস'-এ মুঘল সামরিক-প্রশাসনিক কাঠামো, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র সম্বন্ধে ব্রিটিশ আমলের উচ্চপদস্থ আমলা উইলিয়াম আরভিনের কুৎসা আর অবমূল্যায়ন নিয়ে সামরিক ইতিহাসকার এন্ড্রু ডি লা গারজা, হস গোমানস ভিন্নমত হলেও আধুনিক সামরিক ইতিহাসকারেরা মুঘল সামরিক ইতিহাস বিষয়ে প্রবল আরভিনপন্থী, ফলে মুঘল সামরিক কাঠামো নিয়ে কাজ প্রায় নেই বললেই চলে। তাই মুঘল সমর কাঠামো বুঝতে শতাব্দ প্রাচীন উইলিয়াম আরভিনের মৌলিক গবেষণা আজও হাতের পাঁচ। উইলিয়াম আরভিনের প্রখ্যাতি 'দ্য ল্যাটার মুঘলস' গবেষণা সূত্রে। তাই তিনি এই বইতে আওরঙ্গজেবের পরবর্তীকালের মুঘল সামরিক কাঠামো বিশ্লেষণেই নিজের গবেষণা সীমাবদ্ধ রেখেছেন। আশ্চর্যের বিষয় হল ভারতীয় বিদ্যাচর্চায় আরভিনের পরিচয় সামরিক ইতিহাসকার হিসেবে নয়, মুঘল মনসবদারি কাঠামো বিশ্লেষণের তাত্ত্বিকরূপে। আধুনিক সামরিক ইতিহাসকারেরা মুঘল সামরিকচর্চা বিষয়ে অতীব নিস্পৃহ বলেই আরভিনের তত্ত্বায়ন আজও খণ্ডানো যায়নি। আরভিনের বিপরীত মত হিসেবে ভূমিকায় আমি গারজা 'দ্য মুঘল এম্পায়ার এট ওয়ার', হস গোমানস, 'দ্য ইন্ডিয়ান ফ্রন্টিয়ার' যে দৃষ্টিভঙ্গীতে আরভিনের দৃষ্টিভঙ্গীর বিরোধিতা করেছেন তার চুম্বাংশ উল্লেখ করব। একইসঙ্গে উপনিবেশ বিরোধীচর্চার কর্মী হিসেবে মুঘল সামরিক ব্যর্থতা এবং উপনিবেশের উত্থানে পশ্চিমা সামরিকবাহিনীর জয়ের সূত্রও উল্লেখ করে যাব।
THE ARMY OF THE INDIAN MOGHULS
Author : William Irvine
Publisher : Khori Books