আপাতদৃশ্য জগতের আড়ালে বহমান আরেকটি জগত। যাকে বাহ্যিক দৃষ্টিতে বিচার করা সম্ভব নয়। প্রকৃতি এবং মানুষের চরিত্রের মাঝেও এক অদ্ভুত সাদৃশ্যের সুর তাদেরকে একে অপরের মাঝে মেলবন্ধন ঘটিয়েছে। অত্যন্ত শান্ত, স্বচ্ছ প্রকৃতির মাঝেও সুপ্ত দুর্যোগ যেমন হঠাত প্রকাশ পায়, সেরকমই মানুষের চরিত্রও অত্যন্ত বিচিত্র। আমাদের প্রাত্যহিক জীবনে এমন বহু মানুষের সাথে আমাদের দীর্ঘ সহাবস্থান হওয়া সত্ত্বেও, আজীবন এক ছাঁদের তলায় থেকেও আমরা তাঁদের বুঝে উঠতে পারি না। দশ মাস গর্ভে ধারণ করার পর যে সন্তানটি ভূমিষ্ঠ হয়, সেই একদিন পরিবারের হত্যাকারী হয়ে ওঠে, পাশের বাড়ির সহজ সরল ছেলেটি সকলের অজান্তে হয়ে উঠেছে একজন সিরিয়াল কিলার, কিংবা পাড়ার মাঝ বয়সী অত্যন্ত ভদ্র বিবাগী কাকুটি আসলে একজন পশুকামী। আসলে অত্যন্ত সাজানো গোছানো সুন্দর সমাজের ভেতরে বয়ে চলেছে বিকৃতির চোরা স্রোত, যা ধীরে ধীরে সমগ্র সমাজ এবং সভ্যতাকে গ্রাস করছে।