Trina
Trina
দেশভাগের পর পূর্ববঙ্গের বহু ছিন্নমূল বাঙালি পরিবার ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো আসামেরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন। কার্যত বারো-তেরো বছরের মধ্যেই তাঁদের জীবন আবার ভরে উঠল অনিশ্চয়তায়। ৬০ সালে শুরু হল 'বাঙালি খেদা' আন্দোলন। প্রথমবারের ধাক্কা সামলে উঠলেও, আসামের বাঙালি জীবনকে দাঁড় করিয়ে দিয়ে গেল এক বিশাল প্রশ্নচিহ্নের সামনে। উজানি আসামের ছোট একটি শহরের চক্রবর্তী পরিবারের জীবনও চলতে লাগল সেই প্রশ্নচিহ্নকে মনের মধ্যে ধারণ করে। ১৯৭১-৭২ সালে 'ভাষা বিল'-কে কেন্দ্র করে তীব্র আকার নিল বাঙালি বিদ্বেষ। সেই বিদ্বেষের আগুনে পুড়ে গেল চক্রবর্তী পরিবারের ঘর-সংসার। মাত্র বাইশ বছরের মধ্যে আবার পথ হয়ে উঠল তাদের অনিশ্চিত জীবনের বাসভূমি। ১৯৭২-এ চক্রবর্তী পরিবার স্থায়ী বাসভূমির যে অন্বেষণ শুরু করেছিল তা আজও চালিয়ে চলেছে আসামে ঠাঁই নেওয়া উদবাস্তুরা। সারা বিশ্বের অগনিত উদ্বাস্তু মানুষের শূন্য হৃদয়ের শব্দ-ছবি এই বই।
Trina
Author : Ratan Bhattacharya
Publisher : Lyriqal Books