উনিশ শতকের সমাপন ভাগ থেকে বিশ শতকের উষাকাল-এই স্বল্প সময় জুড়ে বিকীর্ণ স্বামী বিবেকানন্দের কর্মজীবন। এই সংক্ষিপ্ত সময়েই সে-জীবন ভারত-ইতিহাসের প্রবল চালিকাশক্তি। ভারত-ইতিহাসের সেই পর্বজমিনে স্বামী বিবেকানন্দকে স্থাপন করে তাঁকে সামগ্রিকতায় অনুসন্ধানের প্রয়াসে এই গ্রন্থমালা। ভারত ভূখণ্ডের বিস্তৃত অঞ্চল পরিভ্রমণ করে স্বামী বিবেকানন্দ উপলব্ধি করতে চেয়েছিলেন তাঁর দেশের স্বরূপকে। বোম্বে, পুনা, কাশী, আলমোড়া, ত্রিবান্দ্রম, মাদুরাই, বাঙ্গালোর, মহীশূর, দিল্লি, হরিদ্বার, বরোদা- এমন বহু জায়গায় ঘুরে, সেখানকার নানা গ্রন্থাগার, প্রতিষ্ঠানে অনুসন্ধান করে, বিভিন্ন প্রদেশের অগণিত মানুষের সঙ্গে আলাপনে গ্রন্থকার চিনতে চেয়েছেন ভারত-ইতিহাসে বিধৃত বিবেকানন্দ-চেতনার স্বরূপকে। সেইসঙ্গে রামকৃষ্ণ-আন্দোলনের সূচনা, বিকাশ ও প্রভাবের পরিসরকেও। ইংরেজ সাম্রাজ্যের অধীনস্থ সেই ভারত, সেই উপনিবেশ-ভারতের জাতীয়তা, আন্তর্জাতিকতা, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা নিয়ে কী ভাবছেন স্বামী বিবেকানন্দ; সমকালীন ভারতের সংগীত, সাহিত্য, কলাশিল্প, সাময়িকপত্র, বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে কোন পথে এগোচ্ছে তাঁর চিন্তা ও সংবেদন, সেই অনুসন্ধানেও নিবিড় হয়ে ওঠে এই গ্রন্থমালা। তবু এই গ্রন্থ শুধু ভারত ইতিহাসের পটে সংস্থাপিত সেই 'প্রবল প্রচণ্ড জ্বলন্ত অস্তিত্বের', করুণায় পরিপূর্ণ, সমাহিত ধ্যানস্তব্ধ মহামানবের কর্ম ও চিন্তার দলিল নয়, সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মান্দোলনের নানা ধারা-সহ বিবেকানন্দ সমকালীন ভারতের জীবনদলিল। শতাধিক পত্রপত্রিকা, নথি ও অন্যান্য সূত্র থেকে বিপুল সংবাদ ও তথ্যের পুনরুদ্ধার নিয়ে এই গ্রন্থমালা স্বামী বিবেকানন্দ বিষয়ে অদ্যাবধি প্রকাশিত সর্ববৃহৎ পর্যালোচনা।